সিলেটের বিয়ানীবাজার উপজেলায় প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এ তালিকায় নতুন সংযোজন উপজেলার চারখাই ইউনিয়নের লাংলাকোনা গ্রামের আয়াজ আলী (৬১)। এ নিয়ে এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ২৫ জনে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ ১০ জুন দিবাগত মধ্যরাতে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক পেইজে জানান,
বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের লাংলাকোনা গ্রামের আয়াজ আলীর করোনা পজিটিভ হওয়ার তথ্য। তিনি আরো জানান, আয়াজ আলীর সেম্পুল বিয়ানীবাজার থেকে প্রেরন করা হয়নি। ঐ ব্যক্তি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় পজিটিভ সনাক্ত হোন এবং এখনো তিনি সিলেটে চিকিৎসাধীন আছেন। রিপোর্টে দেওয়া তাঁর মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেলে বাড়ি সনাক্ত করতে সমস্যা হয়। পরে স্থানীয় একজন স্বাস্থ্য সহকারী ও একজন মানবাধিকার কর্মীর সহযোগীতায় চারখাই পুলিশ ফাঁড়ির একদল পুলিশ বাড়িটি সনাক্ত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।


