সাভার ও ধামরাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়াল, মৃত্যু ১৯

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২০ 425 views
শেয়ার করুন

রাজধানীর সন্নিকটে সাভার ও ধামরাইয়ে করোনা রোগীর সংখ্যা ৮০০ ছাড়ালো। গত ২৪ ঘন্টা দুই উপজেলায় নতুন করে ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দুই উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮২৪ জনে দাড়ালো।

রোববার (০৭ জুন) বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত ০৬ জুন ৮৩ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এসব নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এখন পর্যন্ত (০৬ জুন) ২৫৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে সাভার উপজেলায় মোট ৫৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। মারা গেছেন ১৭ জন। সুস্থ হয়েছেন ১৪০ জন।

দিকে ধামরাই থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলা করোনা আক্রান্তের সংখ্যা ২২৭ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩৮৯ জনের। মারা গেছেন ২ জন ও সুস্থ হয়েছেন ২৭ জন।