‘সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করেছে শান্তিগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়। শনিবার সকাল ১০টায় থেকে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে সমবায় দিবস পালন করা হয়েছে।
জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করা হয়। এরপর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালীর বের করা হয়।র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদের প্রাঙ্গন প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান। উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কামাল হোসেনর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আলী, আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশিদ, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রনজিত সূত্রধর, উদয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
এসময় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, সাংবাদিক আবু সাইদসহ উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি-সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


