শান্তিগঞ্জে পক্ষব্যাপী তারুণ্য উৎসব উদযাপন করেছে বিজ

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫ 135 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলায় তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। বাংলাদেশ সরকারের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজ কর্তৃক পরিচালিত একাধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্য উৎসবের গ্রাহক সেবা পক্ষ উদ্যাপন করে বেসরকারি এ সংস্থাটি। উৎসব উপলক্ষে ১৯ অক্টোরব-২ নভেম্বর পর্যন্ত নানান কর্মসূচি হাতে নিয়েছে বিজ। ২৯ অক্টোবর বুধবার উপজেলায় বিজ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা বিজ’র শাখা ব্যবস্থাপক নূর মোহাম্মদ, প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল, বিজ’র সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ। এছাড়াও একই দিনে চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডুংরিয়া নোয়াগাঁও-১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তারুণ্যের উৎসব-২০২৫ নামে একটি দারুণ উদ্যোগ গ্রহণ করেছেন। বিজ যথাযোগ্য গুরুত্ব দিয়ে উৎসবটি পালন করছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত নানান কর্মসূচির মধ্য দিয়ে তারুণ্য উৎসব পালন করবো।
এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কান্তি দে, শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ডুংরিয়া আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকমান, নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী তালুকদার, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতি সূত্রধর, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি বেগম, মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝরণা বেগমসহ সকল বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ। ##