ইউনিয়নের রাজস্ব আয়ের টাকায় মেধা যাচাই পরীক্ষার আয়োজন

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫ 16 views
শেয়ার করুন
ইউনিয়নের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ।
ইউনিয়নের রাজস্ব আয় (হোল্ডিং টেক্স ও ব্যবসায়িক কর) থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ গ্রহন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুফি মিয়া। 
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলা এই পরীক্ষা ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
দরগাপাশার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৬’শ ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে চতুর্থ শ্রেণীর ৩’শ ৬৫ জন এবং পঞ্চম শ্রেণীর ৩’শ ২৯ জন।
দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া বলেন, ‘আমাদের ইউনিয়নের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছি৷ এই পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলার চেষ্টা করবো। মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নাম্বার অর্জনকারী ৬৪ জন মেধাবী শিক্ষার্থী ও ৬৪ জন মাকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, ‘আমি আমার পরিষদের সদস্যদের নিয়ে সবসময় শিক্ষার মানোন্নয়নে নানারকমের উদ্যোগ নেয়েছি। এরমধ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১১ জন খন্ডকালীন শিক্ষক নিয়োগ করে আমাদের ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ো শিক্ষক দিয়ে সংকট দূরীকরণের চেষ্টা করেছি। নিয়োগকৃত এসব শিক্ষকদের সম্মানী (বেতন) ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় থেকে বহন করা হয়। আমরা চেষ্টা করছি আরো নানামূখী পদক্ষেপ গ্রহণ করে আমাদের ইউনিয়নকে শিক্ষাক্ষেত্রে উদাহরণ হিসেবে সৃষ্টি করতে। এজন্য ইউনিয়নের সকল বিত্তশালী, সচেতন সুধী মহল, রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ গ্রহণ করায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেছেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খাঁন সাগর, শিক্ষিকা মালা রাণী রায়, অভিভাবক সালমা আক্তার ও দরগাপাশা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান রাজা।
তারা বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা এমন প্রচেষ্টাকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এধরনের উদ্যোগ ভূমিকা রাখবে। এমন প্রচেষ্টার ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমরা সব ধরনের সহযোগীতা করতে প্রস্তুত।
এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মানিক লাল চক্রবর্তী, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তফাজ্জল হোসেন, ইউপি সদস্য আবুল হাসান, বিএনপি নেতা শফিকুল ইসলাম, নাজমুল ইসলাম প্রমূখ।