
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার হোসেনপুর পয়েন্টে এই সভা আয়োজন করে পশ্চিমপাড়া এলাকার যুব সমাজ।
পশ্চিমপাড়া ইমদাদিয়া মাদ্রাসার মুহ্তামিম মাও. আতিকুল হকের সভাপতিত্বে ও ইউপি সদস্য আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, শাহ নেওয়াজ, বিএনপি নেতা মুজিবুর রহমান, ব্যবসায়ী হাফিজুর রহমান ও সমাজকর্মী আবদুল আলীম।
এসময় পশ্চিম পাগলা ও পশ্চিমপাড়া এলাকা থেকে মাদক দূর করতে যাবতীয় করণীয় বিষয়ে আলোচনা করেন। এই আন্দোলন সমস্ত ইউনিয়নব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন তারা।
মাদক বিরোধী সভায় উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বি ছুলুক মিয়া, বশর উদ্দিন, আনোয়ার হোসেন, সিরাজ মিয়া, শহিবুর রহমান, রিয়াজ উদ্দিন, রিয়াজুল ইসলাম, হবিবুল ইসলাম, আইনুল হক, শাহীনুর মিয়া, রিপন মিয়া, লাহিম খাঁন, শাহিন মিয়া, শহিদ মিয়া ও সাইফুল ইসলামসহ আরো অনেকে।