আদালতের রায়ে ভূমির দখল বুঝে পেলেন রাজা

রায়ে খুশি রাজার পরিবার ◾ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫ 825 views
শেয়ার করুন

আদালতের রায়ে ভূমির দখল সমঝে পেলেন শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের মো. শামসুল ইসলাম রাজা (৬৫)। সোমবার আদালতের লোকজন তাকে ভূমির দখল সমঝিয়ে দেন। এসময় দখলে থাকা ব্যক্তি, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীর পরিবার।

আদালতের আদেশে বেলা এগারোটা থেকে শুরু করে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নাজির মো. শিপন মিয়া, সিভিল কোর্ট কমিশনার মো. রফিকুল ইসলাম, প্রসেস সার্ভার ইমন জয়, সিভিল কোর্ট কমিশনারের সহকারী রঞ্জন সরকার দখন বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার এসআই ইসমাইল মিয়া এবং পাথারিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে নাজির মো. শিপন মিয়া জানান, আদালতের আদেশে স্বত্ব —৬৮/২০০৯ এর জারি মামলা হয়েছে ১/২০২৩ সালে। এই ভূমির দখল সমঝিয়ে দেওয়ার জন্য আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বাজার ব্যবসায়ীর কমিটির নেতৃবৃন্দ এবং বাদী ও দখলদারদের উপস্থিতিতে বাদী পক্ষের মো. শামসুল ইসলাম রাজাকে দখল সমঝিয়ে দিয়েছি।

সিভিল কোর্ট কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, স্বত্ব মোকদ্দমা নং —৬৮/২০০৯ ইংরেজি এর পরিপ্রেক্ষিতে আপিল মোকদ্দমা ১২৬/২০২৩ ইংরেজি এবং ফাইনালি স্বত্ব জারি মোকদ্দমা ১/২০২৩ ইংরেজি এর প্রেক্ষিতে আমরা সরেজমিনে কার্যক্রম তামিল করার জন্য এসেছি এবং সম্পন্ন করেছি।

শান্তিগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন বলেন, আমরা আদালতের আদেশে এই এলাকায় এসেছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা উভয় পক্ষের লোকজন সহ পাথারিয়া বাজার কমিটি নেতৃবৃন্দ সহ সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমরা দখল সমঝিয়ে দিতে পেরেছি।

বাদী পক্ষের মো. শামসুল ইসলাম রাজার বোন জুমেন বেগম বলেন, আমরা আমাদের জায়গা সমঝিয়ে পেয়েছি, আমরা আদালতের রায়ে খুশি।

পাথারিয়া বাজারে ভূমি দখলদার আসাদ মিয়া বলেন, আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। আমার নির্মিত দোকানঘর নিজ খরচে আগামী বৃহস্পতিবারে সরিয়ে নেব।
পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী বলেন, আজকে আদালতের লোকজন এসেছেন এবং শান্তিগঞ্জ থানা পুলিশ সহ আমাদের বাজারের লোকজন এবং বাদী ও দখলদারদের উপস্থিতিতে জায়গা সমঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি ভবিষ্যতেও আমরা শান্তি শৃঙ্খলা মেনে চলব, মিলেমিশে থাকবো।