
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সংবাদ মাধ্যম ‘অক্ষর’। এসময় সুনামগঞ্জে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সাহিত্যের ছোট কাগজ ত্রৈমাসিক তরুর সম্পাদক ইয়াকুব শাহরিয়ারকেও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় ইউনিয়নের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের হরিনগর গ্রামের রওজাতুল কুরআন মাদ্রাসায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাও. ইলিয়াস আহমদ, রওজাতুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাও. আজির উদ্দীন ও ছাতারপই মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. মাহমুদ হাসান মাছনূন।
তাফসীরুল কুরআন পরিষদ ভাতগাঁও ভমবমিবাজারের সাধারণ সম্পাদক মাও. জাকারিয়া মাহবুব ও যুগ্ম-সম্পাদক মাও. ফখরুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অক্ষর সম্পাদক আবদুর রহমান জামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে সদস্য পদপ্রার্থী মেজর (অব.) সৈয়দ আশফাক আহমেদ শামী, ভার্চুয়াল বক্তব্য রাখেন, জমিয়তের সদস্য প্রার্থী মাও. হাম্মাদ আহমদ গাজীনগরী, জমিয়তের অপর সংসদ সদস্য প্রার্থী মাও. মুখলিছুর রহমান চৌধুরী, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, বীর মুক্তিযোদ্ধা ও আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম রেজা, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. জইনুল ইসলাম, উপজেলা জমিয়তের কার্যকরী সভাপতি সভাপতি মাও. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক এম আবদুল হাফিজ, খেলাফত মজলিস বাংলাদেশের শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাও. ছমির উদ্দীন সালেহ, পশ্চিম পাগলা বিএনপির সদস্য মাস্টার শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জুলাই মঞ্চের আহবায়ক এমএ বারী সিদ্দিক, উপজেলা যুবদল নেতা ফরিদ গাজী, দরগাপাশা ইউনিয়নের যুবদলের সভাপতি ছালিক আহমদ, যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম, জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক এইচএম নাছির আহমদ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নোহান আরেফিন নেওয়াজ।
পরে ইউনিয়নের ৫ প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।