শান্তিগঞ্জে শীর্ষে জীবদারা সাতগাঁও উচ্চ বিদ্যালয়, শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫ 344 views
শেয়ার করুন
শান্তিগঞ্জে ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল অর্জন করে উপজেলার শীর্ষ স্থান দখল করেছে সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়। ৩৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩৪ জন। মোট পাশের হার প্রায় ৯২ শতাংশ। এছাড়াও প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন এই প্রতিষ্ঠানের ৩ শিক্ষার্থী। তারা হলেন, বনানী জাহান মিনহা, রাহাত আহমেদ ও  মাইশা জান্নাত মাহা। কৃতিত্বপূর্ণ এ ফলাফল অর্জন করায় প্রতিষ্ঠানের কৃতকার্য সকল শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 
মঙ্গলবার সকাল ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ। প্রবাসী আতিকুর রহমান আতিকের অর্থায়নে ও সহকারি শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এএসএম দিলোয়ার হোসেন, অভিভাবক সদস্য আজমত শাহ ও মিজানুর রহমান প্রমুখ।
প্রধান শিক্ষক নোমান আহমেদ বলেন, আমরা এই ফলাফলে খুবই আনন্দিত। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা। আমরা আশা করছি আমাদের এই ফলাফল আগামীতেও অব্যাহত থাকবে। যে ৩জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে তাদেরকে অভিনন্দন। তারাসহ সকল শিক্ষার্থীই যেনো জীবনের উন্নতির চরম শিখরে আরোহন করে।