সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকালীন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বৃহস্পতিবার (১৫ জুন ২০২৫) থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন মধ্যাহ্ন বিরতি। মানব সম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয় (MoHRE) এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রমিকদের বাইরে খোলা রোদে কাজ করানো যাবে না।
এটি সংযুক্ত আরব আমিরাতে টানা ২১তম বছরের মতো এই বিরতি কার্যকর হচ্ছে, যা শ্রমিকদের হিট স্ট্রোক, পানিশূন্যতা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
মধ্যাহ্ন বিরতি আইন লঙ্ঘন করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে, প্রতি শ্রমিকের জন্য ৫,০০০ দিরহাম জরিমানা, সর্বোচ্চ ৫০,০০০ দিরহাম পর্যন্ত জরিমানা, এমনকি কোম্পানির বাণিজ্যিক লাইসেন্স বাতিল করা হতে পারে।
জানা যায়, কোম্পানিগুলোকে এই সময়ে শ্রমিকদের জন্য অবশ্যই নিচের সুবিধাগুলো নিশ্চিত করতে হবে, ছায়াযুক্ত ও ঠাণ্ডা বিশ্রামস্থান,ঠাণ্ডা পানি ও ওরাল রিহাইড্রেশন সল্যুশন (ORS), ফার্স্ট-এইড কিট,নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ।
এছাড়াও কিছু বিশেষ প্রকল্প বা জরুরি মেরামতের কাজ যেগুলো এই সময় থামানো সম্ভব নয়, সেগুলোর জন্য অনুমতি সাপেক্ষে কাজ চালানো যাবে। তবে সে ক্ষেত্রেও শ্রমিকদের নিরাপত্তা ও বিশ্রাম নিশ্চিত করতে হবে।
নজরদারি ও সচেতনতার নিয়ে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে ৯৯ শতাংশ কোম্পানি এই আইন মেনে চলেছে। এ বছরও বিভিন্ন মনিটরিং টিম মাঠে থাকবে এবং হটলাইন ও অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ গ্রহণ করা হবে।
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু আইন নয়, এটি মানবিক দায়িত্ব। সংযুক্ত আরব আমিরাত সরকারের এই উদ্যোগ প্রবাসী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও সুরক্ষার দৃঢ় অঙ্গীকারের প্রতীক।


