
বৈষম্যহীন বাংলাদেশে ঈদ এলেই বিমান ভাড়া বৃদ্ধি পেয়ে লাখ টাকায় পৌছায়। অন্যসময় আমিরাত থেকে বাংলাদেশে যাওয়া-আসার রিটার্ণ টিকেট ৫০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে থাকলেও ঈদে দুবাই-ঢাকা একটা টিকেটের মূল্য লাখ টাকার উপরে গুনতে হয়। এত সাধারণ প্রবাসীরা পরিবারের সাথে ঈদ উদযাপন থেকে বঞ্চিত হোন। প্রবাসীদের স্বার্থে বিমানের টিকেটের মূল্য হ্রাস করে নায্যমূল্যে সাধারণ প্রবাসীদের নাগালে আনতে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান জানাচ্ছি।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
শনিবার ৭ই জুন শারজাহের একটি রেস্তোরায় সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ ইউএই সভাপতি জুনায়েদ আলম আলফু৷ তিনি বলেন, বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। প্রবাসীদের স্বার্থে সব সময় এই সংগঠন কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ওমর ফারুক ও প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা জসিম মজুমদার। তিনি প্রবাসীদের স্বার্থে এয়ারলাইন্সগুলোকে সিন্ডিকেট মুক্ত করার দাবি জানান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ স্থায়ী কমিটির সদস্য শহিদ সারওয়ার, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সিআইপি, আল আইন শাখার সভাপতি আমানুল্লাহ আমান, রাস আল খাইমাহ শাখার সভাপতি শহিদুল ইসলাম, শারজাহ শাখার সভাপতি মিজান মিয়াজী, আবুধাবী শাখার সভাপতি এম আলম জীবন, দুবাই শাখার সভাপতি ইসমাইল হৃদয়, ফুজিরাহ শাখার সভাপতি মোহাম্মদ পান্নু, আজমান শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া, আল আইন সিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কমিউনিটি নেতা শেখ দরবেশ আলী, হারুনূর রশিদ রঙ্গু, সংগঠনের অর্থ সম্পাদক আফজাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্জিনিয়ার মাসুদ পারভেজ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান সোহেল সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়, পরে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।