আশুলিয়া থানার নতুন করে আরও ৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ২৩

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুন ৪, ২০২০ 376 views
শেয়ার করুন

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়া থানার আরও ৯ পুলিশ সদস্যের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু এবং তাদের ২ জন সহকারীসহ ২৫ জন করোনায় আক্রান্ত হলেন। বুধবার (০৩ জুন) দুপুরে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

আশুলিয়া থানার এস আই ওহিদ জানান, গত রোববার (৩১ মে) গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে (কেপিজে) নমুনা দেয়া হয়েছিল। বুধবার (০৩ জুন) রিপোর্ট আসলে দেখা যায়, তারমধ্যে একজন এএসআইসহ ৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন।

জানা জায়, গত শনিবার (৩০ মে) আশুলিয়া থানা থেকে ৫৯ জনের নমুনা দেয়া হয়। তারমধ্যে ১১ জনের করোনা পজেটিভ হয়। যার মধ্যে ১ জন এস আই, ৪ জন কনস্টেবল ও ৪ জন নারী কনস্টেবল। অন্য ২ জন থানার ম্যাচের ২ বাবুর্চি ( তারা থানার চুক্তিভিত্তিক নিয়োগকৃত জনবল)।

গত শনিবার (৩০ মে) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ নারীর কনস্টেবলের নমুনা দেয়া হয়। তারমধ্যে গতরাতে (৩১ মে) ৪ জনের পজেটিভ হওয়ার রিপোর্ট পাওয়া যায়। বাকী ৫৪ জনের গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে (কেপিজে) নমুনা দেয়া হয়েছিল। তারমধ্যে গত সোমবার (০১ জুন) সকালে ৭ জনের করোনা পজেটিভ হয়। তাদের সবাইকে ঢাকা বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে গত ২৯ মে আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। তারা ঢাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, গত (৩১ মে) রোববার ৪ নারী পুলিশ সদস্যসহ ৯ জন করেনায় আক্রান্ত হন। এরআগে (২৯ মে) আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। তারা ঢাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।