আপনার সহানুভূতি বাঁচবে একটি জীবন

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৫ 381 views
শেয়ার করুন

 

একজন মায়ের প্রাণভিক্ষা: ক্যান্সারের বিরুদ্ধে শেষ লড়াইয়ে আপনার সহায়তা প্রয়োজন

একজন ক্যান্সার আক্রান্ত মায়ের বাঁচার আকুতি: সমাজের সহানুভূতিশীল মানুষের কাছে জরুরি আর্থিক সহায়তা কামনা জীবনের কঠিন এক যুদ্ধের মুখোমুখি হয়েছেন। মৌলভীবাজার বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার এক অসহায় মা। মরণঘাতী ক্যান্সারের গ্রাসে আক্রান্ত হয়ে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পাঁচ কন্যা ও এক পুত্র সন্তানের জননী এই মা সম্প্রতি একটি জটিল অস্ত্রোপচারের পর ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রস্তুত হলেও, আর্থিক অক্ষমতার কারণে চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

তার একমাত্র ছেলে আজমানে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেন। দৈনিক মজুরির এই আয় দিয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে মায়ের চিকিৎসার লক্ষাধিক টাকার ব্যয়ভার তার পক্ষে বহন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

চিকিৎসকদের মতে, রোগীর শরীরে ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে দুটি কেমোথেরাপি ইনজেকশন দেওয়া হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ২২ থেকে ২৫ হাজার টাকা। চিকিৎসা অব্যাহত রাখতে আরও কয়েকটি কেমোথেরাপি ও উন্নত চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। সময়মতো চিকিৎসা শুরু না হলে রোগীর জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

এই পরিস্থিতিতে সমাজের দয়ালু, প্রবাসী কমিউনিটির সকল সহানুভূতিশীল ও হৃদয়বান মানুষের প্রতি একটি মানবিক আবেদন জানানো হয়েছে—এই অসহায় মায়ের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

 

যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা:
📞 মোবাইল: 01861528379 🏦 ব্যাংক (ইসলামী ব্যাংক):
Account Name: Rujina Akter
Account No: 20507776705885675
Agent ID: IBBL-AG-201027130007
Control Branch: বড়লেখা শাখা (284), মৌলভীবাজার
Outlet: Office Bazar (284/08)

📲 বিকাশ (Personal): 01861528379
পরিবারের পক্ষ থেকে একমাত্র ছেলে সাহিনুল ইসলাম অনুরোধ জানিয়েছেন—“একজন মা বাঁচলে, বাঁচবে ছয়টি সন্তানের ভবিষ্যৎ। আপনার সামান্য সহায়তাও আমাদের জন্য আশীর্বাদ।”