হ*ত্যা মা*মলায় মিথ্যা আ*সামী করার প্র*তিবাদে মানববন্ধন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের হানিফ আলী হত্যা মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলীকে মিথ্যা আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বেলা ২টায় নোয়াখালী বাজারে কয়েকশ নারী-পুরুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নোয়াখালী গ্রামের প্রবীণ মুরব্বি আরজাদ আলী। ছাত্রদল নেতা সুমন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাহিদ আলী, শামস্ উদ্দিন, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক বাবুল মিয়া, সমাজকর্মী হাফিজ দোলন আহমদ, যুবদল নেতা লুৎফুর রহমান, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক ও নূর আলীর ছেলে ফাহিম আহমদ।
বক্তব্যে বক্তারা বলেন, গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের সময় যারা নূর আলীকে অত্যাচার নিপীড়ন করেছিলো সেই স্বৈরাচারের দোসররাই নিজেদের পারিবারিক কলহে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় স্বজ্জন রাজনীতিবিদ নূর আলীকে অন্যায়ভাবে, সম্পূর্ণ রাজনৈতিন বিরোধীতার জন্য, হীন উদ্দেশ্য চরিতার্থ করার নিমিত্তে জাতীয়তাবাদের রাজপথের লড়াকু সৈনিক নূর আলীকে হত্যা মামলায় আসামী করেছে। মূলত, নূর আলী এই ঘটনা জানেনই না। নিজেদের মধ্যে মারামারি করার তিন দিন পরে একজন লোক মারা যাওয়ার ঘটনায় নূর আলী কীভাবে এই ঘটনায় হত্যা মামলার আসামী হতে পারেন? আমরা সুনামগঞ্জ পুলিশ সুপার, শান্তিগঞ্জ থানার ওসি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান করবো, সুষ্ঠু তদন্ত পূর্বক নিরপরাধ নূর আলীকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। যদি তদন্তে কোনো গাফিলতে হয় তাহলে আমার আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নোয়াখালী এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিন, আমির মিয়া, রাফিক মিয়া, তোফাজ্জল হক, রাকিবুল হোসেন, হুমায়ুন আহমদ, শের আলী, ময়না পাখি, ইনসাফ আলী, লোকমান হোসেন, সেলিম আহমদ, আবদু বিলাল, ফয়সল আহমদ, মুবিন আহমদ, আরফুল বিবি, আফিয়া বেগম ও শাফিয়া বেগম প্রমুখ।
মুঠোফোনে নূর আলী বলেন, আমি জানিও না যে আমাকে হত্যা মামলার আসামী করা হয়েছে। আমাদের গ্রামে যারা আওয়ামীলীগের দোসর আছে তারা আগেও আমাকে নিপীড়ন করেছে এখনও মিথ্যা মামলায় আসামী করে নিপীড়ন নির্যাতন করছে। তাদের পরিবারের মধ্যে কলহের জেরে একজন লোক মারা যান। আমি কোনোদিন তাদের বাড়িতেও যাইনি। অথচ রাজনৈতিক জেরে তারা আমাকে হত্যা মামলায় আসামী করেছে। এই ঘটনায় আমি কিছুই জানিনা।


