অসুস্থ রোগীর পাশে দাঁড়ালো আব্দুল্লাহ্ ফাউন্ডেশন

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫ 353 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলায় অসুস্থ এক রোগীকে আর্থিক সহযোগিতা করেছে শিক্ষা ও সমাজ নিয়ে কাজ করা সংগঠন আব্দুল্লাহ ফাউন্ডেশন। উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা, দিনমজুর তেরাব আলীকে এই সহায়তা প্রদান করেছে ফাউন্ডেশনটি। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার পাগলা বাজারে তরু মিডিয়া সেন্টারে ১০ হাজার টাকার আর্থিক সহায়তার খাম তুলে দেওয়া হয় অসুস্থ তেরাব আলীর হাতে।

এসময় উপস্থিত ছিলেন- আব্দুল্লাহ্ ফাউন্ডেশনের সিইও কবি আজমল আহমদ, সমাজকর্মী সাইদুল ইসলাম সাইদ, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, সমাজকর্মী রায়েজ নূর, রুবাদ নূর, ব্যবসায়ী ফয়জুর রহমান, ফার্মাসিস্ট লাভলু দেব ও মাশরাফি হাসান।

আব্দুল্লাহ্ ফাউন্ডেশনের সিইও কবি আজমল আহমদ বলেন, আব্দুল্লাহ্ ফাউন্ডেশনের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে মানুষ, মানবতা ও শিক্ষা নিয়ে কাজ করা। গত রমজানে কোরআনিক শিক্ষা নিয়ে কাজ করেছে আব্দুল্লাহ্ ফাউন্ডেশন। কিছুদিন আগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছিলো আমাদের ফাউন্ডেশনটি। আমাদের চেষ্টা থাকবে মানবিক কাজে মানুষের পাশে দাঁড়ানো। তেরাব আলী সাহেবের জন্য আমাদের অনেক শুভ কামনা। আমরা তার চিকিৎসা সহায়তায় পাশে থাকতে পেরে খুবেই আনন্দিত। আমরা দোয়া করি, তিনি যেনো খুব দ্রুত সুস্থ্য হয়ে উঠেন।