সৈয়দ তালহা আলমের সমর্থনে শান্তিগঞ্জে জনসভা

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫ 169 views
শেয়ার করুন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলালাদেশের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ—৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের সমর্থনে জনসভা করেছে পাথারিয়া ইউনিয়ন জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত। রবিবার বিকাল ৫টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজারে জনসমাবেশে সমাবেশে সভাপতিত্ব করেন পাথারিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি মাও. শফিক আহমদ।
সাধারণ সম্পাদক মাও. জয়নুল ইসলাম ও উপজেলা যুব জমিয়তের সভাপতি মাও. শহিদুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলালাদেশের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ—৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।
তিনি বলেন, রাজনীতি করে গাড়ি, বাড়ি করার স্বপ্ন নিয়ে আমি আসিনি। আমি এসেছি আপনাদের সেবা করতে। রাজনীতি করে কিছু পেতে চাই না। মৃত্যুর পরে মানুষ যদি ভালো বলে তাহলেই আমার রাজনীতি সফল। আমি আপনাদের সেবা করার সুযোগ চাই। সব সময় আপনাদের পাশে এসে বসার সুযোগ চাই।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাও. হোসাইন আহমদ, উপজেলা জমিয়তের কার্যনির্বাহী কমিটির সভাপতি মাও. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, প্রবীণ মুরব্বি তারা মিয়া, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের যুগ্ম—সাধারণ সম্পাদক মাও. শাহীনুর রহমান শাহীন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুব জমিয়তের সহ—সম্পাদক মাও. ফয়সল আহমদ।
এসময় উপজেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক মাও. আতিকুর রহমান, জেলা যুব জমিয়তের সভাপতি কবির আহমদ খান সহ পাথারিয়া ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।