যুক্তরাজ্য যুবদলের মূল কমিটিতে জগন্নাথপুরের আলিফ মিয়া
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
বায়ান্ন টিভি
যুক্তরাজ্য যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটি। শুক্রবার (১৬ মে) যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আফজল হোসেনকে সভাপতি ও বাবর চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। একই কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আলিফ মিয়া। আলিফ মিয়া জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদের রাজনীতির সাথে জড়িত। আওয়ামীলীগ শাসনামলে নানা নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।
আলিফ মিয়া বলেন, দল আমাকে যে দায়িত্ব অর্পন করেছে আমি তা নিষ্ঠার সাথে পালন করবো এবং যুক্তরাজ্য যুবদলকে সামনে এগিয়ে নিতে আমার নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নের্তৃত্বে কাজ করে যাবো।
শান্তিগঞ্জ উপজেলা যুবদল নেতা মো. লোকমান হোসেন বলেন, আলিফ ভাই আমাদের নিজ চোখে দেখা একজন জাতীয়তাবাদের পরীক্ষিত কর্মী। তিনি যথাযথভাবে মূল্যায়িত হয়েছেন। আমরা চাই নিজ কর্মগুণে তিনি আরো গুরুত্বপূর্ণ পদে আসীন হবেন।


