শান্তিগঞ্জে ভাতগাঁও ভমভমি বাজারে গরু-ছাগলের হাটের উদ্বোধন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভাতগাঁও ভমভমি বাজারের গরু-ছাগলের হাট। শুক্রবার বিকাল ২টায় গরু-ছাগলের হাটের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাতগাঁও ভমভমি বাজার কমিটির সভাপতি শাহীন আহমদ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাজারের সফলতা কামনা করেন ফারুক আহমদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন ও প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর।
এসময় উপস্থিত ছিলেন- বাজারের ইজারাদার আক্তার হোসেন কাজল, ফয়জুল করিম, হেলাল আহমদ, মুজিবুর রহমান রিপন, আজির উদ্দিন মেম্বার, ইসলাম উদ্দিন, মিজানুর রহমান, সুমন আহমদ, আমির হোসেন, মাও. মিসবাহ্ উদ্দিন, ছৈল মিয়া, ফয়জুল ইসলাম, আবুল কালাম, গোলাম হোসেন ও আবদুর রশিদ প্রমুখ।


