এমএম ট্রেডার্সের বার্ষিক হালখাতা ও ব্যবসায়ীক মতবিনিময়
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক

প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক হালখাতা ও ব্যবসায়ীক মতবিনিময় সভা করেছে প্রিমিয়ার সিমেন্টের পরিবেশক ও আক্তাপাড়া মিনাবাজারের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স এম এম ট্রেডার্স। বুধবার (১৪ মে) বিকাল ২টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই হালখাতা ও মতবিনিময় সভা করেছে প্রতিষ্ঠানটি।
ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় সভাপত্বি করেন এম এম ট্রেডার্সের প্রতিষ্ঠাতা হাজি মুস্তাকিন চৌধুরী। প্রিমিয়ার সিমেন্টের সিলেট জোনের জোনাল ইনচার্জ মো. মাসুদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- মেসার্স এম এম ট্রেডার্সের পরিচালক মোহাজ্জিল হোসেন চৌধুরী।

ব্যবসায়ীক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মেসার্স এম এম ট্রেডার্সের পরিচালক হোসেন চৌধুরী।
সভায় আরো বক্তব্য রাখেন, প্রিমিয়ার সিমেন্টের হেড অব ব্র্যান্ড ফাইজুর রহমান ফায়েজ, জিএম ফখরুল ইসলাম, কেএসএম স্টিলের জিএম আশরাফুল আলম, প্রিমিয়াম সিমেন্টের ক্লাস্টার ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাত, ব্যবসায়ী সংকর কুমার দেব, হেলাল এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আবু হেলাল, ব্যবসায়ী আবু সুফিয়ান, সালাম আহমদ, ফারুক আহমদ, জাকির হোসেন, বজলু মিয়া, বিল্লাল হোসেন ও আজাদ মিয়া।
মতবিনিময় সভার পরে গত বছরের সর্বোচ্চ বিক্রেতা ও হালখাতা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে র্যাফেল ড্র’য়ের মাধ্যমে পুরষ্কার বিতরণ করে এম এম ট্রেডার্স। সর্বোচ্চ বিক্রেতা হিসেবে ১ম পুরষ্কার মোটরসাইকেল অর্জন করেন দিরাই উপজেলার মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোর্শেদ মিয়া। র্যাফেল ড্র’তে ১ম পুরষ্কার বিজয়ীকে প্রদান করা হয় একটি ওয়াশিং মেশিন। এছাড়াও বিভিন্ন বিভাগে প্রায় ৪০ জন বিজয়ীকে পুরষ্কৃত করা হয়। হালখাতা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে দেওয়া হয় বিশেষ পুরষ্কার।
প্রথম পুরষ্কার বিজয়ী মোর্শেদ মিয়া পুরষ্কার বিজয়ী হয়ে আপ্লুত হয়ে পড়েন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, হোসেন চৌধুরী ভাই আমাদেরকে ব্যবসায় বিভিন্নভাবে উৎসাহীত করে যাচ্ছেন। আমি মাত্র দু’বছর হয় এই ব্যবসায় নাম লিখিয়েছি। আজ বিক্রেতা হিসেবে মোটরসাইকেল বিজয়ী হলাম। আমি বেশ আনন্দিত। হোসেন ভাই সব সময় আমাদের পাশে আছেন আমরা তার পাশে আছি।
মেসার্স এম এম ট্রেডার্সের পরিচালক মোহাজ্জিল হোসেন চৌধুরী বলেন, আমরা সব সময় ব্যবসায়ী বান্ধব। আমাদের প্রথম চেষ্টা থাকে একজন ব্যবসায়ীকে সর্বোচ্চ মূল্যায়ন করার। প্রতিবছর সেটা করে আসছি। এবছর যারা সর্বোচ্চ টাকা সেল করেছেন তারা প্রথম পুরষ্কার জিতেছেন। কমন পুরষ্কার বাদেও প্রায় ৪০টি পুরষ্কার ছিলো। প্রধান আকর্ষণ ছিলো র্যাফেল ড্র। আমাদের এই হালখাতা ও ব্যবসায়ীক অনুষ্ঠানের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। প্রিমিয়াম সিমেন্টে আমাদেরকে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে, তাদেরকেও ধন্যবাদ।