বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা করেছেন শান্তিগঞ্জ উপজেলাবাসী। আজ শনিবার (৩ মে) বিকাল ৪টায় উপজেলার নোয়াখালী বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা করেছেন তারা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান আকিক। নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজিবুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী।

আলাচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও লেখক এনামুল কবির, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, শিক্ষক সানী আহমদ, শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ ও ইউপি সদস্য মাহবুব ইসলাম।
সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় নির্মাণের স্থান এর আগে একাধিকবার আলোচনা করে ঠিক করা হয়েছে। এটি একটি মীমাংসিত বিষয়। এ বিষয় নিয়ে টালবাহানা না করে দ্রুত পূর্ব নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করার অনুরোধ করছি।
এসময় সাংবাদিক এম ইলিয়াছ আলী, প্রভাষক কবির আহমদ, শিক্ষক ফয়ছল আহমদ, সমাজকর্মী সবুজ মিয়া, ইয়াহিয়া মিয়া, সুমন আহমদ ও মুবিন আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।