আমিরাতে হাটহাজারী সমিতির ইফতার ও দোয়া মাহফিল
জাহাঙ্গীর কবীর বাপপি জাহাঙ্গীর কবীর বাপপি
সাংবাদিক, আবুধাবী

হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ৭ মার্চ,শুক্রবার শারজাহস্থ হুদাইবিয়া রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়। হাটহাজারী সমিতি আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আহবায়ক মুহাম্মদ শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহেদুল করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও সংগঠনের উপদেষ্টা ইসমাইল গনি চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কাজী মোহাম্মদ আলী, উপদেষ্টা মুহাম্মদ শাহাদাত হোসেন,, উপদেষ্টা সি,আই,পি সেলিম উদদীন,উপদেষ্টা আমির হোসেন,, উপদেষ্টা আজম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান, সাবেক সভাপতি মুহাম্মদ ইয়াকুব,, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন ,এনামুল হক চৌধুরী ,মুহাম্মদ নেজাম উদদীন,, এমরানুল হক বাবুল,মুহাম্মদ দিদারুল আলম,, মুহাম্মদ হাবিবুর রহমান সহ অনেকে। পরিশেষে সংগঠনের যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন।