
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে ইফতার মাহফিল করেছেন উপজেলা যুবদল নেতা মো. লোকমান হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের আসামপুর গ্রামে নিজ বাড়িতে এই ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীন নেতা হাজি কমর উদ্দিন, ছাতক উপজেলা বিএনপি নেতা মো. আরছব আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম নাঈম, আবদাল হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ইউপি সদস্য ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, বিএনপি নেতা সাব্বির আহমদ, যুবদল নেতা হুমায়ুন কবির, জাফর আহমদ, জসিম উদ্দিন, ছালিক আহমদ, হাসান আলী, রুয়েল আহমদ, ওলামাদলের সাধারণ সম্পাদক সালেহ্ আহমদ, ওলামাদল নেতা শাহিন মিয়া, হামীম আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াহিয়া পারভেজ, ছাত্রদল নেতা সাব্বির আহমদ, সৌরভ আহমদ, জেলা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর, উপজেলা প্রজন্মদলের সিনিয়র সহ-সভাপতি রোমান আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন প্রজন্মদলের সভাপতি মিয়া সাইফুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন প্রজন্মদল নেতা সাইকুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ।