শান্তিগঞ্জ ডুবায় ডুবে শিশুর মৃ*ত্যু

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫ 173 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে বাড়ির পাশের ডুবায় ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪ টায় ইউনিয়নের জয়কলস গ্রামের নয়াবাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর নাম নাহিদ মিয়া। নাহিদ জয়কলস গ্রামের নয়াবাড়ির ফরহাদ মিয়ার দ্বিতীয় সন্তান। এই ঘটনায় নয়াবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় খেলা করছিলো নতুন হাঁটতে শেখা শিশু নাহিদ। বিকাল ৪টায় হঠাৎ করে মাদ্রাসা শিক্ষার্থী মামুন আহমদ দেখতে পায় যে, পানিতে ভাসছে শিশু নাহিদের নিথর দেহ। তাৎক্ষণিক পানিতে নেমে তাকে উঠায় মাদ্রাসা শিক্ষার্থী মামুন। পরে নাহিদকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মছকু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।