শান্তিগঞ্জে আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ 213 views
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 163.8457; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
শেয়ার করুন

 

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকাল ৪টায় আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মঈনুল হোসেন চৌধুরী।

প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক জামাল উদ্দিন ও হৃদয় কুমার সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম ও গণমাধ্যমকর্মী, প্রভাষক ইয়াকুব শাহরিয়ার। মরহুম গোলাম জিলানী চৌধুরী ও মরহুমা রাকিবুন নেছা চৌধুরী স্মরণে অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী দীপা জাহান চৌধুরী। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন ব্যবসায়ী মো. মোহাজ্জিল হোসেন চৌধুরী ও ফ্রান্স প্রবাসী আবদুল গফফার।

এসময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি ফখরুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাশ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মারজান আহমদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য মাসুক আলী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক লাকি ভদ্র, মো. সাইদুল ইসলাম, কলি আক্তার, শ্রীবাস সুত্রধর, আবু সাঈদ চৌধুরী, সাদ্দাম হোসেন, আনু মিয়া, তানভীর আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক চৌধুরী, সৈয়দ আপ্তাব আলী ও আক্কাস মিয়া প্রমুখ।

আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।