শান্তিগঞ্জে আলোক বর্তিকা হয়ে আলো ছড়াবে বিয়াম ল্যাবরেটরি হাইস্কুল

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫ 249 views
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 304.32166; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিয়াম ল্যাবরেটরি হাইস্কুল। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার পাগলা বাজার সংলগ্ন আস্তমা গ্রামের প্রধান সড়কের পশ্চিমে, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে স্কুলের জন্য নির্ধারিত স্থানে স্কুলটির উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াছ মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইলিয়াস বলেন, সারা দেশে মোট ৩৮টি বিয়াম ল্যাবরেটরি হাইস্কুল আছে। তাহিরপুর ও শান্তিগঞ্জসহ ৪০টি হলো। আমি শতভাগ আশাবাদী যে, বিয়াম ল্যাবরেটরি হাইস্কুল একটি ভালো স্কুল হবে,  শান্তিগঞ্জ উপজেলায় আলোক বর্তিকা হয়ে আলো ছড়াবে বিয়াম ল্যাবরেটরি হাইস্কুল। শান্তিগঞ্জের বিয়াম স্কুল নিয়ে আমাদের স্বপ্ন অনেক বড়, এলাকাবাসী এর জ্বালানীর যোগান দিচ্ছে, সকলে সহযোগিতা করছে সুতরাং স্কুলটি অনেকদূর এগিয়ে যাবে। এসময় ভূমিদাতা, সহযোগি ও আস্তমা গ্রামবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিয়াম ল্যাবরেটরি হাইস্কুলের উদ্যোক্তা, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ভূমিদাতা ডা. আবু সাঈদ আলী আহমদ, তাঁর সহধর্মিণী ডা. সুলতানা ওয়াহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ভূমিদাতা পরিবারের সদস্য সিনিয়র পাইলট নাছিম ইবনে আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, স্থপতি ও সাংবাদিক তৌসিফ মনোয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন ও শিক্ষার্থী অভিভাবক বিথী রানী দাস।
এ সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, কার্যকরী কমিটির সদস্য কুহিনূর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, তোফায়েল আহমেদ,ভূমি দাতা পরিবারের সদস্য হাসান মাসুদ তারেক, তোফায়েল আহমেদ, ইসলামী ব্যাংক পাগলা বাজার শাখার ব্যবস্থাপক তাজুল ইসলাম,  সমাজকর্মী আঙ্গুর মিয়া প্রমূখ।