বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা সম্মাননা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪ 368 views
শেয়ার করুন

 

বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় এর উপদেষ্টা জনাব জিয়াউদ্দিন মাস্টার সাহেবের সভাপতিত্বে সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুক্তরাষ্ট্র প্রবাসী সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান খালেদ বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মুজিবুর রহমান,পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব স্যার, পি এইচ জি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হাসিব জীবন গুঙ্গাদিয়া বড়দেশ উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক ও উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা মইনুদ্দিন মাস্টার, কসবা বালিকা উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল হান্নান, উচ্চ বিদ্যালয় এর উদ্যোক্তা সদস্য হাসান আহমদ,শুভেচ্ছা বক্তব্য রাখেন উদ্যোক্তা অর্থ বিষয়ক আহ্বায়ক আব্দুল বাসিত টিপু, অনুষ্ঠানে অনুভুতি প্রকাশ করেন প্রধান অতিথি ডাক্তার মাহফুজুর রহমান খালেদ সাহেবের এর সন্তান ছেলে সাফরান সামির রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই স্যার, উপদেষ্টা আহমদ মহসিন বাবর, উদ্যোক্তা আব্দুল কুদ্দুস, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও উদ্যোক্তা সদস্য ফয়সাল আহমদ, উদ্যোক্তা ও ভবন নির্মাণ কমিটির আহবায়ক সাইফুল আলম জুনু, উদ্যোক্তা সদস্য খশ্রুজ্জামান জামান খছরু, উদ্যোক্তা সদস্য ও বিয়ানীবাজার গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম,তিন নং পৌর আওয়ামী লীগের সভাপতি সাব রানা, শিক্ষানুরাগী কামাল সামী, বিএনপি’র সহ সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, শিক্ষানুরাগী বদরুল হোসেন উদ্যোক্তা সদস্য ইফজাল আহমদ শামীম,উদ্যোক্তা সদস্য রোটারিয়ান আলাল উদ্দিন, মোস্তাক আহমদ কাজল,উদ্যোক্তা ও নির্মাণ কমিটির সদস্য জয়নাল আবেদীন, গোলজার আহমদ রাহেল, উদ্যোক্তা সদস্য সাইফুদ্দিন নোমান, উদ্যোক্তা সদস্য ইমাম হাসনাত সাজু, অসীম বাবু প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন উদ্যোক্তারবৃন্দ। এবং ভূমিদাতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষ পর্যায়ে প্রধান অতিথি সহ উপস্থিত সদস্যবৃন্দ নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।
বক্তারা বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার প্রসারে দেশি প্রবাসী সদস্যরা এগিয়ে আসায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিদ্যালয়ের ভুমিদাতা হিসাবে ১ শতক জমি জমির মূল্য বাবদ সাড়ে চার লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।