আমিরাতে হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের বার্ষিক বনভোজন ও বিজয় দিবস পালন

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪ 123 views
শেয়ার করুন

মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোলনে হবিগঞ্জের মানুষের অগ্রণী ভূমিকা ছিল। নতুন প্রজন্মের কাছে সামাজিক সংগঠনগুলো মুক্তিযুদ্ধের চেতনা পৌছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করতে হবে। বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সামাজিক সংগঠন “হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস ও বার্ষিক বনভোজন আয়োজনে বক্তারা এসব কথা বলেন।

রবিবার শারজাহের ন্যাশনাল পার্কে আয়োজিত বার্ষিক বনভোজন ও বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল কাইয়ুম।

সাধারণ সম্পাদক শাহ কামরুল সর্দারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সহ সভাপতি শেখ মোহাম্মদ মুহিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমিরাতের সভাপতি প্রকৌশলী আশিষ বড়ুয়া, হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের পৃষ্টপোষক আশিক মিয়া সিআইপি, প্রধান উপদেষ্টা শেখ লুৎফুর রহমান, কুলাউড়া সমিতি আমিরাতের সভাপতি আব্দুল লতিফ, বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী এম আব্দুর রব, সালেহ আহমদ সিআইপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী, আব্দুল মান্নান, হাবিবুর রহমান চুনু, হাজী আজমল আলী, নজরুল ইসলাম, আবুল কালাম, একে লালন আজাদ, হাজী শফিকুল ইসলাম, রিপন মজুমদার প্রমুখ৷

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা নোমান আহমেদ হানিফ, আব্দুল মান্নান বেনুন, আব্দুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান রুবেল, আজিজুর রহমান মামুন, একলাছুর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক আজমল হুসাইন, আশরাফুল আরিফ, অর্থ সম্পাদক মোঃ লিলু মিয়া, সহ-অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া, সহ ধর্ম সম্পাদক মোঃ মুজাহিদ খান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মিলন মিয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক বাইজিদ বোস্তামী, সদস্য মিজানুর রহমান মিজান, মোহাম্মদ মাসুক মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বাচ্চাদের দৌড়, মোড়গের লড়াই, মহিলাদের বালিশ বদল, ম্যাজিকেল চেয়ার, পুরুষের হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল। শেষে খেলায় বিজয়ী সবাইকে পুরস্কার ও অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।