লন্ডনে মাজেদ আহমদ চঞ্চল স্মরণ সভা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৪ 203 views
শেয়ার করুন

 

বহুমাত্রিক প্রতিভার অধিকারী জকিগনজের কৃতি সন্তান কবি ও শিক্ষাবিদ মরহুম মাজেদ আহমেদ চঞ্চল’র কাব্যগ্রন্থ “তোমার নামের শরণ লই” এর প্রকাশনা ও স্মরণ সভা গতকাল রবিবার লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। জকিগনজ লেখক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জকিগনজ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মাওলানা মো. আবদুল আউয়াল হেলাল।

পরিষদের সাধারণ সম্পাদক এজেএম শিহাব এর সঞ্চালনায় মাওলানা মুসলেহ উদ্দিনের তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় সম্মানিত অথিতি হিসেবে বক্তব্য রাখেন দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিস মাওলানা শিহাব উদ্দিন, মুফতি মাওলানা আশরাফুর রহমান, জকিগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি হারুনুর রশিদ,রানীতিবিদ জনাব সিরাজুল ইসলাম শাহীন,
গ্রন্থী সম্পাদক কবি শামীম শাহান, কবি আমিনুর রশিদ শাহীন, কবি আমিনুল হক জিলু, মাওলানা মো. আবদুর রব বিলাল, হাফিয কাজী আব্দুর রহমান, শ্রী চিত্রদীপ পুরকাস্থ ঝুমুর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব আবদুল জব্বার, হাসনাত চৌধুরী , জামিল আনসারী ও আলম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কবি ও শিক্ষাবিদ মাজেদ আহমেদ চঞ্চল ছিলেন বহুমাত্রিক প্রতিভা ও সৃজনশীল ব্যক্তিত্বের অধিকারি একজন বিনয়ী মানুষ।বক্তারা প্রত্যেকে মরহুম কবির সাথে নিজেদের বিভিন্ন কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাংলা কাব্য চর্চায় কবি মাজেদ আহমেদ চঞ্চল’র ব্যতিক্রমী প্রয়াস তোমার নামের শরণ লই গ্রন্থটি অমর হয়ে থাকবে।

সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মরহুম কবির বড় ছেলে মাহির মাজেদ তিহাম ও পুত্রবধূ জান্নাতুল মাওয়া।তারা কাব্যগ্রন্থটি প্রকাশ এবং লন্ডন ও সিলেটে পৃথক প্রকাশনা অনুষ্ঠান ও স্মরণ সভা আয়োজনের জন্য জকিগনজ লেখক পরিষদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।