দরগাপাশায় দুই ফুটবল দলকে জার্সি প্রদান

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪ 176 views
শেয়ার করুন
যুব সমাজকে খেলাধুলায় উৎসাহি করে তুলতে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দুই ফুটবল দলকে জার্সি প্রদান করেছেন দুই প্রবাসী। দরগাপাশা স্পোর্টিং ক্লাব ও নোয়াগাঁও স্পোর্টিং ক্লাবকে জার্সি প্রদান করেছেন দরগাপাশা ইউনিয়নের মৌগাঁও গ্রামের বাসিন্দা, গ্রিস প্রবাসী শেখ আবদুল আওয়াল ও জাউয়া বাজার ইউনিয়নের জামক গ্রামের বাসিন্দা, ইংল্যান্ড প্রবাসী কবির মিয়া। 
বুধবার বিকাল সাড়ে ৪টায় দরগাপাশা গ্রামে হিফজুর রহমান চৌধুরী দিদারের বাড়িতে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়ারদেরকে জার্সি প্রদান করেন এই দুই প্রবাসী। জার্সি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন লালপুর গ্রামের বাসিন্দা সুজন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ  উপজেলা বিএনপি নেতা মুকিত মিয়া।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদারের পরিচালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা আবদুল কুদ্দুস চৌধুরী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা বাবুল চৌধুরী, ইউনিয়ন যুবদল নেতা মাহবুব চৌধুরী আনু, সমাজকর্মী আফতার চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা আবদুল আলীম, জুলহাজ চৌধুরী, তাহেল চৌধুরী, সমাজকর্মী সাজুল মিয়া, ইউনিয়ন যুবদল নেতা মান্নান চৌধুরী ও ছাত্রদল নেতা যুবরাজ চৌধুরীসহ আরো অনেকে।