বন্যার্তদের সাহায্যার্তে টিম সুনামগঞ্জের হাতে টাকা হস্তান্তর

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪ 128 views
শেয়ার করুন
ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করতে নগদ অর্থ সহায়তা করা হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাসিন্দা, স্পেন প্রবাসী আতিকুর রহমান আতিক এবং গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ারের যৌথ উদ্যোগে সংগৃহীত অর্থ বন্যার্তদের সহযোগিতা করতে টিম সুনামগঞ্জের হাতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাগলা বাজারের একটি রেস্টুরেন্টে ৭৬ হাজার ৩০ টাকা হস্তান্তর করেন ইয়াকুব শাহরিয়ার। টিম সুনামগঞ্জের পক্ষে এ টাকা গ্রহণ করেন দৈনিক সুনামগঞ্জ কণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, চ্যানেল টুয়েন্টি-ফোরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এ আর জুয়েল ও বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাশ। 
টিম সুনামগঞ্জের হয়ে টাকা গ্রহণের সময় বিজন সেন রায় বলেন, ‘প্রবাসী আতিকুর রহমান আতিক ও ইয়াকুব শাহরিয়ারের প্রতি কৃতজ্ঞতা। যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ৭৬ হাজার ৩০ টাকা গ্রহণ করেছি। আপনারা আমাদের উপর যে বিশ্বাস রেখেছেন তার জন্য আমরাও কৃতজ্ঞ। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, আপনাদের দেওয়া টাকাগুলো প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার।’
টাকা হস্তান্তরের সময় ইয়াকুব শাহরিয়ার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমরা দু’জন মিলে বন্যার্তদের সাহায্য করতে ১ লক ১১ হাজার ৩০ টাকা সংগ্রহ করি। আতিক ভাই সংগ্রহ করেন ১ লক্ষ টাকা৷ এই টাকা থেকে দাতাদের সম্মতিতে ৩৫ হাজার টাকা স্থানীয় ভাবে অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, বিবাহ সহযোগিতা ও তিনজন শিক্ষার্থীর স্কুলের পড়াশোনার খরচ বাবদ বিতরণ করা হয়েছে। বাকী ৭৬ হাজার ৩০ টাকা আজ টিম সুনামগঞ্জের হাতে তুলে দিচ্ছি আমরা। প্রবাসী আতিকুর রহমান আতিক দূরে থেকেও দেশের মানুষের প্রতি গভীর মমতা দেখাচ্ছেন। তাকে ধন্যবাদ।’
টাকা হস্তান্তরের সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চ্যানেল টুয়েন্টি-ফোরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এ আর জুয়েল, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, সমাজকর্মী তোফাজ্জল হোসেন, সামাজিক সংগঠন এফডিআরের সভাপতি রাহাদ হোসেন, পিডিএফের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- গণমাধ্যমকর্মী কুহিনূর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ,  সামাজিক সংগঠন পিডিএফের সভাপতি মো. কবির মিয়া, সমাজকর্মী সাইফুল ইসলাম, রিপন মিয়া, রক্তদান সংগঠন বন্ধনের সাধারণ সম্পাদক সবুজ কাউসার, সুনামগঞ্জ  টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আমীন উদ্দিন, এফডিআরের সাংগঠনিক সম্পাদক রাজুউল হক, প্রচার সম্পাদক বিশ্বজিৎ দে শুভ্র, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সভাপতি ওবায়দুল হক মোনেম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফুজাইল আহমেদ, অর্থ সম্পাদক নাহিম আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মী সাফওয়ান মাহমুদ উজ্জল, সমাজকর্মী সাব্বির আহমদ, স্বপ্ন পূরণ সংগঠনের পক্ষে সানি আহমেদ, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সদস্য নাঈম মিয়া ও  অলক শর্মা।