শান্তিগঞ্জ প্রেসক্লাবের জরুরি সভা, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
মূলধারার গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাব ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সোমবার বিকাল ৩টায় শান্তিগঞ্জস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন ক্লাবের সাংবাদিকবৃন্দ।
জরুরি সভায় সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ। এসময় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ক্লাবের সাংবাদিকরা। এছাড়াও অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা প্রদান ও অন্যান্য জরুরি বিষয়ে আলোচনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেহ্ আহমদ হৃদয়, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, সদস্য এইচ এম মোশাহিদ আহমদ, আলাল হোসেন, কূহিনূর রহমান নাহিদ ও নোহান আরেফিন নেওয়াজ।