পাগলায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সভা

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪ 208 views
শেয়ার করুন
‘মাদককে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে মাদক, মাদকসেবি ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভা করেছে ব্রাহ্মণগাঁও পূর্বপাড়া গ্রামের যুব সমাজ। রবিবার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ব্রাহ্মণগাঁও পূর্বপাড়া পয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভা করেন তারা।
মিছিলটি প্রথমে ব্রাহ্মণগাঁও গ্রাম থেকে বের হয়। পরে পূর্বপাড়া জামে মসজিদ ও ব্রাহ্মণগাঁও পয়েন্ট হয়ে হোসেনপুর পয়েন্ট ঘুরে পুনরায় ব্রাহ্মণগাঁও পয়েন্টে এসে মিলিত হয়। এই পয়েন্টেই একটি সংক্ষিপ্ত পথসভা করেন মিছিলকারীরা।
মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন- সমাজকর্মী আবদুল আলীম। মো. শাবান নূরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান আতিক, সমাজকর্মী তোফাজ্জল হোসাইন, সাইফুল ইসলাম ও শহীদ নূর।
বক্তব্যে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য অতি ভয়ঙ্কর একটি বস্তু। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মদ, গাজা, হিরোইনসহ ভয়ঙ্কর মরণ নেশা ঢুকে পড়েছে। আমাদের এলাকায় কারা মাদক ব্যবসার সাথে জড়িত আর কারা মাদক সেবন করেন তা আমরা জানি এবং ভালো করেই জানি। আপনারা নিজে থেকে ভালো হয়ে যান না হলে আমরা আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে ব্রাহ্মণগাঁও গ্রামসহ এই এলাকার সকল মাদক কারবারি ও মাদকসেবিদের মূলোৎপাটন করে ছাড়বো ইনশাআল্লাহ। 
এসময় মফিজুর রহমান, মো. আবুল কালাম, সাজাদ মিয়া, মো. আবদুস শহিদ, তাহাজ্জুদ আলী, রাজন হোসেন, জুনেদ আহমদ, আবদুল বারিক, তামিম হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।