নতুন কারিকুলামের সকল কার্যক্রম স্থগিত: এনসিটিবি

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪ 64 views
শেয়ার করুন

নতুন শিক্ষা কারিকুলামের অধীনে প্রশিক্ষণ, পরিমার্জনসহ সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শনিবার (১০ আগস্ট) এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে। পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে। শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নেই। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। ১১ আগস্ট থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল। সেটি স্থগিত করা হয়েছে।

তবে, অপর একাধিক সূত্র বলেছে নতুন কারিকুলামের অধীনে চলমান পাঠদান, পাঠ্যবই, আগামী বছরের পাঠ্যবই, পরীক্ষা ও মুল্যায়নের কি হবে তা ঠিক করা হবে। তারপর পুরোটা্ই স্থগিত করা হবে। আগের কারিকুলামে যেতে হলে কি কি বদলাতে হবে তা-ও ঠিক করতে হবে । তাছাড়া চলতি বছরের ছাত্র-ছাত্রীরা কি পড়বে তা জানাতে হবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সূত্র: দৈনিক শিক্ষা