সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নস্থ ঘুঙ্গাদিয়া গ্রামের কৃতি সন্তান, তরুণ সমাজ সেবক, সাবেক ছাত্রলীগ নেতা ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য কাওছার আহমদের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার ঘুঙ্গাদিয়া- বড়দেশ- নয়াগাঁও- মালিগ্রাম এলাকাবাসীর সহযোগিতায় তাঁর নিজ বাড়িতে দুই শতাধিক পরিবারের মধ্যে এসব উপহার সমগ্রী প্রদান করা হয়।
মুড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুণ আহমদ এর পরিচালণায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য খসরুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুড়িয়া ইউনিয়ন আয়ামীলীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরওয়ার আলম, সমাজসেবক রুহুল আমিন, ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্নান কটই, সমাজসেবক হাজী বদরুল হক, ব্যবসায়ী কাজী লুৎফুল হক, সেলিম উদ্দিন, শামীম আহমদ, মাসুম আহমদ, সাবেক ইউপি সদস্য আজির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আসাব উদ্দিন, হীরা, ময়নুল সহ গ্রামের গম্যমান্য ব্যাক্তিবর্গ।
হাফিজ বদরুল ইসলামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, কাওছার আহমদ একজন তরুন সমাজ কর্মী। তার উদ্যোগে এলাকায় বিভিন্ন সময় নানা সামাজিক কাজ সংগঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মানবতার ডাকে বর্তমান দুর্যোগকালীন মুহুর্তেও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা আরো বলেন এই উপহার হয়তো প্রয়োজনের চাইতে যতেষ্ট নয় তবে কাওছার আহমদের উদ্যোগ দেখে সমাজের বিত্তবানরা আরো অনুপ্রাণিত হবেন।
এ সময় কাওছার আহমদ বলেন, বিগত কয়েক বছর থেকে আমাদের এলাকায় ঘন ঘন বন্যা দেখা দিচ্ছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বন্যার্ত মানুষের কষ্ট দেখে তাদের পাশে দাড়াঁনোর জন্য সাধ্যমত সামান্য উপহারের ব্যাবস্থা করেছি, আমার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে পাশাপাশি সামর্থবান দেশ ও প্রবাসের সবাইকে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি।