শান্তিগঞ্জে কেপিএল চৌদ্দতম আসরের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪ 245 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলায় কান্দিগাঁও প্রিমিয়ার লীগ (কেপিএল)’র চৌদ্দতম আসরের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে উত্তেজনাকর এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গণমাধ্যমকর্মী ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের মালিকানাধীন টপ টেন এফসিকে ট্রাইবেকারের মাধ্যমে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ইতালি প্রবাসী মো. তাজ উদ্দিনের সুপার স্টার। 

খেলার প্রথমার্ধে গোল শূণ্য ড্র করে শেষ করে দু’দল। শেষার্ধে এক গোলে লিড নেয় টপ টেন এফসি। খেলার শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে গোল পরিশোধ করে সমতায় ফিরে টিম সুপার স্টার। ষাট মিনিটের নির্ধারিত খেলা শেষ হয় ১-১ গোলের সমতা নিয়ে। ট্রাইবেকারে পাঁচজন খেলোয়ার গোলকিক নিলেও ৪-৪ গোলে আবারও সমতা নিয়ে শেষ হয় ট্রাইবেকার। পরবর্তীতে এক কিকের খেলায় সুপার স্টার গোল তুলে নিলেও গোল বারের বাইরে কিক করে নিজেদের পরাজয় নিশ্চিত করে টপ টেন এফসি।
খেলা শেষে বিজয়ী ও বিজিত খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। খেলার প্রথম পুরষ্কার ছিলো একটি স্মার্ট টিভি। রানার আপ দলের জন্য দ্বিতীয় পুরষ্কার ছিলো একটি জ্যান্ত খাসি। লীগে উদীয়মান খেলোয়ারের তকমা পেয়েছেন মোবারক শাহ অভি, ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন সুপার স্টারের লাবিব ফয়সল তানিম, সেরা গোল কিপার হয়েছেন সালমান আহমদ নিবিড়, বিশেষ সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়েছে সাবেক রেফারি খেল্লুছ মিয়াকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে এসব পুরষ্কার তুলে দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ফারুক আহমদ। এসময় কান্দিগাঁও গ্রামের মুরব্বিবৃন্দসহ অন্যান্য এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় তালিকাভূক্ত রেফারি শাহীন রহমান, সহকারি রেফারির দায়ীত্বে ছিলেন- আজহারুল ইসলাম আজাদ ও মো. রাহাত। খেলায় যৌথভাবে ধারাবিবরণী করেন জাবির আহমদ ও কণ্ঠশিল্পী মো. নাছির আলী।