আবুধাবীতে টপ স্কয়ার টার্নিং এন্ড ওয়েল্ডিং শপের উদ্ভোধন

প্রকাশিত: ৩:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৪ 30 views
শেয়ার করুন

২০১২ সাল থেকে আমিরাতে বন্ধ থাকা  বাংলাদেশিদের কর্মী ভিসা পুনরায় চালু হলে রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে। শ্রমিক ভিসা চালুর জন্য নতুন কূটনৈতিক উদ্যোগের আহবান জানিয়েছেন প্রবাসীরা।

সোমবার আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান টপ স্কয়ার টার্নিং এন্ড ওয়েল্ডিং শপের উদ্ভোধনকালে বক্তারা এসব কথা বলেন।

আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আমিরাতি স্পন্সর জা’দ আবদুল কাদের ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমরাদ হোসেন ইমু, জামশেদ আলম, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুছা, আলমগীর চৌধুরী, মোহাম্মদ জামাল উদ্দিন ও আবু তাহের তারেক।

বক্তারা বলেন, ‘সরকার দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে। প্রবাসী উদ্যোক্তারা বিদেশে বিনিয়োগ করে রেমিটেন্স প্রবৃদ্ধিতে অংশগ্রহণের পাশাপাশি দেশেও বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।