আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান উদ্ভোধন

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪ 51 views
শেয়ার করুন

আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশী ব্যবসায়ীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এখন বাংলাদেশিরা শ্রমিক নয় বরং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে পরিচিত লাভ করেছেন। এসব উদ্যোক্তাদের সহজশর্তে জনতা ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান করলে আরো এগিয়ে যাবে এই গোষ্ঠি। ২০১২ সাল থেকে আমিরাতে বন্ধ থাকা বাংলাদেশী শ্রমিক ভিসার দ্বার উন্মুক্ত করতে কূটনৈতিক উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন প্রবাসিরা।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান সুইস ট্রাভেলস এন্ড ট্যুরিজম এর শুভ উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন।

রবিবার আবুধাবি ইলেক্ট্রা স্ট্রিটের সাবকা বিল্ডিং প্রতিষ্ঠানের আমিরাতি পার্টনার সাইফ মোহাম্মদ মোসাব্বেহ আল যাহমি প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। প্রবাসী তিন বাংলাদেশী উদ্যোক্তা সোহেল আহমেদ, দেলোয়ার হোসেন ও আবু জাফরের সমন্বিত উদ্যোগে প্রবাসীদের পাশে দাড়াতে এমন প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

উদ্যোক্তারা জানান, আমিরাতে যথাযথ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশীদের কর্মী ভিসা খোলা হলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় পাঁচ শতাধিক বাংলাদেশির কর্মসংস্থান সম্ভব হবে। বর্তমানে তাদের প্রতিষ্ঠানগুলোয় দেড় শতাধিক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষের কর্মসংস্থান হয়েছে।

উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মোঃ হাসান, সোহেল মিয়া, আলী নুর, সজীব উদ্দিন, এম এ সাঈদ, সাজিদুর রহমান সাচ্চু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।