
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন আল মদিনা বিল্ডিং মেটেরিয়াল ট্রেডিং এল,এল,সি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার আল মদিনা বিল্ডিং মেটেরিয়াল ট্রেডিংয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহস্থ স্থানীয় নাগরিক আলী সুবাহ আল কাঠি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌরসভা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। শুধু কর্মক্ষেত্রেই নয়, দেশীয় পণ্য আমদানি করে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতেও বিশেষ অবদান রাখছেন এই প্রবাসী বাংলাদেশীরা। প্রবাসী বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি বিদেশে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের সহায়তা চান।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ ওসমান গনি জাহেদী মালিক হায়েব, ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নোমান, মোহাম্মদ আছগর আলী চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিন ও কামরুজামাল প্রমুখ।
পরিচালক মোহাম্মদ ওসমান গনি জাহেদী মালিক হায়েব বলেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী শ্রমিকদের নতুন ভিসা বন্ধ থাকায় কর্মসংস্থানের জটিলতা সৃষ্টি হয়েছে। সেই লক্ষ্য বাংলাদেশীদের অসংখ্য ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে সেই গুলোতে প্রবাসী বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ হবে। আমার প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
উদ্বোধন শেষে দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।