পাগলা বাজারে নির্বাচনের তফসিল ঘোষণার পক্ষে-বিপক্ষে মিছিল 

ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩ 277 views
শেয়ার করুন
আজ সন্ধ্যা ৭টায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলের পক্ষে-বিপক্ষে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে আনন্দ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ ও ছাত্রদল। বুধবার রাত ৯টায় পাগলা বাজারের বাসস্ট্যান্ডে দু’পক্ষের মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের এক পর্যায়ে মুখোমুখি হয় দু’পক্ষ। তবে, দু’পক্ষের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। 

ছাত্রদলের মিছিল

এসময় তফসিল ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল দিয়ে দ্রুত বাসস্ট্যান্ড ছেড়ে যায় ছাত্রদল। মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রদল নেতা মানছুর আহমদ। মিছিলে ১০/১২ জন যুবদল-ছাত্রদল নেতা উপস্থিত ছিলেন। সরকার বিরোধী শ্লোগান দিতে দিতে বাসস্ট্যান্ড ছেড়ে যান তারা।
ছাত্রদল নেতা মানছুর আহমদ বলেন, উপজেলা বিএনপির নির্দেশে আমরা এ প্রতিবাদ মিছিল করেছি। আমরা ঘোষিত এই তফসিল মানি না, মানবো না।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স পাগলা বাজারে আসেন শান্তিগঞ্জ-জগন্নাথপুর থানার  সার্কেল অফিসার শুভাশিস ধর ও ওসি খালেদ চৌধুরী। ওসি বলেন, যারাই নাশকতা করার চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

ছাত্রলীগের মিছিল

অপরদিকে, একই সময়ে জাতীয় নির্বাচনের  তফসিল ঘোষণা ও পাগলায় মহাসিং নদীর উপর সেতুর অনুমোদনে আনন্দ মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগ। মিছিলটির নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন ও ছাত্রলীগের সাবেক সদস্য সচিব মো. রাজন হোসেন৷ এসময় যুবলীগ নেতা সজরুল ইসলাম, তুয়েল আহমদ, খোকন মিয়া, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান শিপু, সাদিকুল ইসলাম টাপু, হৃদয় আহমেদ, লিটন মিয়া, আল আমীন সিয়ামসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।