সুনামগঞ্জ বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩ 303 views
শেয়ার করুন
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিনকে সিলেট নগরীর উপকণ্ঠের বটেশ্বর এলাকা থেকে র‍্যাব- ৯ এর একটি দল আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার দুপুরে তাকে আটক করে বিকেলে শান্তিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 
র‍্যাব জানিয়েছে, রাজধানীতে পুলিশ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি রয়েছেন আনছার উদ্দিন। এছাড়া শান্তিগঞ্জ থানার আরেকটি বিশেষ ক্ষমতা আইনের মামলারও আসামি তিনি। এসব অপারাধে মূলত তাকে গ্রেফতার করা হয়েছে
র‍্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মতিয়ার রহমান জানিয়েছেন, আনছার উদ্দিনকে র‍্যাব আটক করেছে। তার বিরুদ্ধে ঢাকায় পুলিশ হত্যা মামলা হয়েছে। শান্তিগঞ্জেও বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি তিনি। বিকেলেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনছার উদ্দিনের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, র‍্যাবের সহযোগিতায় তাকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।