পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের নবীন বরণ সম্পন্ন

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩ 473 views
শেয়ার করুন

জ্ঞানার্জনের জন্য এসো, জন্য বেরিয়ে যাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল আড়াইটায় প্রতিষ্ঠানটির সভা কক্ষে নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটি। নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন। 

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক মৌমিতা ভট্টাচার্য ও ইয়াকুব শাহরিয়ারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. আরব আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. তেরাব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক শরাফত উল্লাহ্ ও সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আতিকুল ইসলাম রাহীম, অতুলা আক্তার, পঞ্চমী দেব, সালমান আহমদ ও নবীন শিক্ষার্থী সামির আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. রাজা মিয়া, পাগলা  প্রভাষক সুমন কান্তি দাশ, রাজীব রায়, সহকারি শিক্ষক মো. শাহ জাহান, রুবি রানী তালুকদার, মো. কামরুজ্জামান, মো. হেলাল আহমদ, মৃদুল চন্দ্র তালুকদার, রিকন চন্দ্র দাশ, মো. আলা উদ্দিন, মো. জজ মিয়া, মো. রেজুয়ানুল হক, মো. তকবীর হোসেন, আকিকুল ইসলাম আকিক, শতরূপা চক্রবর্তী, মাও  তাজুল ইসলাম, শিউলী আক্তার, মাসুদ আহমদ, নন্দিতা দে বাবলী ও অপু পাল প্রমুখ।