শান্তিগঞ্জে ছয়টি ইউনিয়নের আ.লীগের আংশিক কমিটির অনুমোদন

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩ 631 views
শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করতে শান্তিগঞ্জ উপজেলার আট ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় শান্তিগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হিজল বাড়ির আরফান আলী বৈঠকখানায় কাউন্সিলের মাধ্যমে তিন বছর মেয়াদি এসব কমিটির অনুমোদন দেয় উপজেলা আওয়ামীলীগ কমিটি। 

কমিটির সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেনের যৌথ স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিগুলোতে প্রাথমিকভাবে শুধুমাত্র প্রতি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নূরুল হক ও সাধারণ সম্পাদকের পদে স্থান পেয়েছেন মাহমুদুল ইসলাম লালন। পূর্ব বীরগাঁও ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রবীণ আওয়ামীলীগ নেতা মো. আবদুল গফফার। পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের মো. রফিক খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শমসের আলী। দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যুবলীগের সাবেক নেতা আবু খালেদ চৌধুরী রুবেল। জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদ পেয়েছেন যুবলীগের সাবেক নেতা আবু নাসের মো. ফয়েজ আহমদ জুবেল এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ কমিটিতে সভাপতি পদ পেয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাহাঙ্গীর আলম।
এর আগে পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হলেও শিমুলবাক ইউনিয়ন গঠনের জন্য আরেকটু সময় নিতে চান শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কমিটির নেতারা।
পদ পেয়ে খুশি পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নূরুল হক, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালন জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবু নাসের মো. ফয়েজ আহমদ জুবেল। তারা বলেন, উপজেলা আওয়ামীলীগ পরিবার আমাদের উপর যে আস্থা রেখেন আমরা তার শতভাগ মূল্যায়ণ করার চেষ্টা করবো৷ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের দলের রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবো। আমাদের উপর আস্থা রাখায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শান্তিগঞ্জ আওয়ামীলীগসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন বলেন, সামনে নির্বাচন। নির্বাচনের কথা মাথায় রেখে উপজেলা পর্যায়ে দলকে আরও গতিশীল করতে ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে কমিটি গঠন করা হয়েছে। আপাতত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছি৷ আগামী ২ সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক অভিভাবক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের নির্দেশনা মেনেই ত্যাগী, সক্রিয় ও দীর্ঘদিনের পরিক্ষিত কর্মীদের মূল্যায়ণ করা হয়েছে।