শান্তিগঞ্জে ছয়টি ইউনিয়নের আ.লীগের আংশিক কমিটির অনুমোদন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করতে শান্তিগঞ্জ উপজেলার আট ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় শান্তিগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হিজল বাড়ির আরফান আলী বৈঠকখানায় কাউন্সিলের মাধ্যমে তিন বছর মেয়াদি এসব কমিটির অনুমোদন দেয় উপজেলা আওয়ামীলীগ কমিটি।
পদ পেয়ে খুশি পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নূরুল হক, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালন জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবু নাসের মো. ফয়েজ আহমদ জুবেল। তারা বলেন, উপজেলা আওয়ামীলীগ পরিবার আমাদের উপর যে আস্থা রেখেন আমরা তার শতভাগ মূল্যায়ণ করার চেষ্টা করবো৷ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের দলের রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবো। আমাদের উপর আস্থা রাখায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শান্তিগঞ্জ আওয়ামীলীগসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন বলেন, সামনে নির্বাচন। নির্বাচনের কথা মাথায় রেখে উপজেলা পর্যায়ে দলকে আরও গতিশীল করতে ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে কমিটি গঠন করা হয়েছে। আপাতত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছি৷ আগামী ২ সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক অভিভাবক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের নির্দেশনা মেনেই ত্যাগী, সক্রিয় ও দীর্ঘদিনের পরিক্ষিত কর্মীদের মূল্যায়ণ করা হয়েছে।


