শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় কিশোরদের সংঘবদ্ধ হামলায় দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ইউনিয়নের ব্রাহ্মণগাঁও (পুরানপাড়া)’র দক্ষিণের হাওরের নতুন ব্রিজে এ ঘটনাটি ঘটে। ঘটনায় আহতরা হলেন- ব্রাহ্মণগাঁও গ্রামের বিজয় সূত্রধরের ছেলে বিপুল সূত্রধর ঝুনাই (৪০) ও মৃত উপেন্দ্র সূত্রধরের ছেলে নিশি কান্ত সূত্রধর (৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণগাঁও গ্রামের কুমুদ সূত্রধরের ছেলের বৌভাত খেয়ে বাড়ি ফিরার পথে পুরানপাড়ার দক্ষিণ হাওরপাড়ে নতুন ব্রিজের উপর আসলে সংবদ্ধ কিশোরদের দেখতে পান আহতরা। এতো রাতে এখানে কেনো জানতে চান তারা। বন্ধুরা মিলে রান্না করে খাবার খাওয়ার কথা জানান কিশোররা। এতো রাতে রাস্তার মাঝখানে বসে কিসের রান্না-বান্না জানতে চান তানা। মূলত এসব নিয়েউ কথা কাটাকাটিতে জড়ান উভয়পক্ষ। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নিলে মোরগ কাটার দা দিয়ে কুপিয়ে বিপুল সূত্রধর ঝুনাইকে গুরুতর আহত করে কিশোরেরা। এসময় নিশি সূত্রধরও আহত হন। এঘটনার সাথে জড়িতে ৪ জনের নাম নিশ্চিত করে বলতে পেরেছেন স্থানীয়রা। আরো ৩/৪জনকে তাৎক্ষণিক সনাক্ত করতে পারেন নি তারা। হামলাকারী কিশোররা হলো ব্রাহ্মণগাঁও লম্বাহাটি গ্রামের রহিম মিয়ার ছেলে ফয়ছল আহমদ (১৮), আউয়াল মিয়ার ছেলে নূর মিয়া (২০), রাজনূর আলীর ছেলে ইয়াইয়া (১৬) ও
করিমের ছেলে রুমন মিয়া (১৫)।
ঘটনা ঘটার সাথে সাথেই শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আসামীদের গ্রেফতার করবো। যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার হবে। ইতোমধ্যে আমাদের ফোর্স আসামীদের ধরতে অভিযান শুরু করেছে। দ্রুতই আসামীরা ধরা পড়বে।


