শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩ 447 views
শেয়ার করুন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য  আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা সদরে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। 
জন্মদিন উপলক্ষে প্রথমে বিশাল র‌্যালী করেন ক্ষমতাসীন দলের এ উপজেলার নেতা-কর্মীরা। র‌্যালীটি শান্তিগঞ্জ মৎস্য হ্যাচারি থেকে শুরু হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে এখানেই সংক্ষিপ্ত সভা ও কেক কাটেন নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর হোসেনের পরিচালনায় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এরপর বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল বাসিত সুজন, শহিদুল ইসলাম, শাহীনুর রহমান শাহীন, জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু, আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল কবির, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ছৈয়দুর রহমান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বারী সুজনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ওলামালীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।