শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

শান্তিগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এর আগে গত বছরের ১৫ নভেম্বর কেন্দ্রিয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে জাঁকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখার ধর সিতুকে সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারি মো. হাসনাত হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নতুন দায়িত্ব প্রাপ্তরা হলেন- সিনিয়র সহ সভাপতি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির ছেলে সাদাত মান্নান অভি, সহ সভাপতি আ:কাইয়ুম (সুনু মাস্টার), আসাদূর রহমান আসাদ, মো: রাশিকুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাছিত সুজন, মো. তেরাব আলী, মাওলানা আবদুল কাইয়ুম, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, জামিলুর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট বশির আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছুরুক মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুর রহমান শহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদাল মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মাহিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলদার হোসেন দিলিপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক দোলন রানী তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতাউর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল করিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ললিত রঞ্জন দাস, শ্রম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক লিংকন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, হাজি সৈয়দুর রহমান, সহ- দপ্তর সম্পাদক মো. নিজাম উদ্দিন, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আহমদ, কোষাধ্যক্ষ মো. রুকনুজ্জামান রুকন।
কমিটির সদস্যরা হলেন, ইকবাল হোসেন, মাসুক মিয়া, সিরাজুল ইসলাম, আবদুল গফুর, মো. মাহমুদুর রউফ দুর্লব, জয়ন্ত ব্যানার্জি, জুয়েল মিয়া, আবুল মিয়া, শামসুল ইসলাম, শাহীনুর রহনান শাহীন, শামসুল ইসলাম রাজা, দিলোয়ার হোসেন, আবদুল মতলিব, পাভেল আহমদ, নূর আলম, শুকুর আলী, হিরেশ পাল, হুমায়রা জেসমিন রুমি, ছোয়াব আলী, সুকুমার পাল, আবু সালেহ চৌধুরী হীরা, নাজির মিয়া, কামাল উদ্দিন, আশিক মিয়া, জাহাঙ্গীর হোসেন, জবর আলী, জালাল মিয়া, এড. নুর আলম, রাজা মিয়া, পাভেল মিয়া, আবুল হোসেন, সৈদুল মিয়া, আঙ্গুর মিয়া, মামুনুর রশীদ ও গয়াছ মিয়া।
কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, হাজি আবদুল হেকিম, দিলীপ কুমার তালুকদার, সমুজ আলী, রবীন্দ্র কুমার তালুকদার, হাজি আবদুল লতিফ কালাশাহ, আতাউর রহমান, আবদুন নুর মাস্টার, জগলুল হায়দার, ড. রোয়াব উদ্দিন, আবদুল আজিজ বুধন মেম্বার, নুরুল আমীন, আতাউর রহমান, সাজ্জাদুর রহমান, দেলোয়ার হোসেন, আবদুল ওয়াদুদ, জমির হোসেন, ধীরেন্দ্র পাল, আবুল ফজল বুদ্দি মিয়া ও নুর মিয়া।