কাতারে আঞ্জুমানে আল ইসলাহের মাহফিল

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩ 124 views
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

আঞ্জুমানে আল ইসলাহ কাতার শাখার উদ্যোগে গত শুএবারে সাড়ে আছমাহ বৈশাখী রেস্তেরার কসফারেনস হলে আয়োজিত খানেকা ও তরবিয়ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও সুপ্রিমকোর্ট মাযার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
ও বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর সম্মানিত সাংগঠনিক সম্পাদক হযরত ও বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী ।

আহমেদ হাসান চৌধুরী ফুলতলী বলেন। আনজুমানে আল ইসলাহ এমন একটি কাফেলা যে কাফেলায় আললাহর রাসুলের পিছনে একটি মহামিছিল আর সেই মহামিছিলের সদস্য হলাম আমরা। সেই মানুষ জীবনে বড় হয় যে ছাড় দিয়ে জীবনে চলতে পারে । হোক সে সামাজিক,রাজনৈতিক, কিংবা পারিবারিক এতে দুনিয়া ও আখেরাতে লাভমান হওয়া যায়। তিনি আর ও বলেন।আল ইসলাহর উদেশ্যে বলেন মানুষের সেবা করা আল ইসলাহর অন্যতম বৈশিষ্ট্য। যার যার অবস্থান থেকে মানুষের সেবা করার আহবান জানান। তিনি প্রবাসী বাংলাদেশি সহ দেশ বিদেশের সবার জন্য মোনাজাত করেন।