কৃষক দলের আহ্বায় হতে চান দিদার, মতবিনিময় 

ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩ 135 views
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
শান্তিগঞ্জ উপজেলায় কৃষকদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হতে চান উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার। কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠনকে সামনে রেখে মত বিনিময় সভা করেছেন তিনি। 
গতকাল শুক্রবার বিকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের মিনাবাজারে দরগাপাশা ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিদার চৌধুরী বলেন, আমি যদি কৃষক দলের আহ্বায়ক হতে পারি তাহলে জাতীয়তাবাদের আদর্শিক কৃষক দলের নেতাদের সংগঠিত করার চেষ্টা করবো।
বিএনপি নেতা আবদুল হান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহবায়ক প্রার্থী ও উপজেলা বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার, উপজেলার যুবদলের
আহ্বায়ক সোহেল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান বাবুল, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিকুর রহমান, বিএনপির নেতা ইমরুল কয়েস, ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আখলুছ মিয়া, ইউনিয়ন যুবদল সহ-সভাপতি শামসুদ্দিন, যুগ্ম সম্পাদক লিটন, যুগ্ম সম্পাদক খাইরুল জামান মামুন, ফটিক মিয়া, জাহান উদ্দিন, হানিফ, আব্দুল রহমান রাজিব, ইউনিয়ন ছাত্রদল নেতা পাপ্পু আহমদ, তারেক আহমদ, কমরুল, জাহাঙ্গীর, আবু তাহের প্রমূখ।
সভায় হিফজুর রহমান চৌধুরী দিদারকে উপজেলা কৃষকদলের আহ্বায়ক পদে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত নেতাকর্মীরা।