আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে কোনো উন্নয়ন হবে না: পরিকল্পনা মন্ত্রী 

ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩ 119 views
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার আগে আরও কিছু রাজনৈতিক দল সরকারে এসেছিলো। আপনারা সবই দেখেছেন। কারা বেশি উন্নয়ন করেছে। গত কয়েক বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সড়ক হয়েছে, হাওরে উড়াল সড়ক হবে, মেডিকেল হয়েছে, বিশ্ববিদ্যালয় হবে। রেললাইন হবে সুনামগঞ্জে। সারা দেশে সরকার উন্নয়ন করছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। যদি আওয়ামীলীগ ক্ষমতায় না থাকে তাহলে দেশের কোনো উন্নয়ন হবে না। শিক্ষার উন্নয়ন হবে না। স্কুল-কলেজ ও মাদ্রাসায় বড় বড় ভবন হবে না। তাই, উন্নয়নের কথা মাথায় রেখে সামনের দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমাদের এলাকায় আরও উন্নয়ন করার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

আজ শনিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীর উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। নিজের মায়ের ভাষায় দ্বিধাহীনভাবে কথা বলতে পারছো, খেলতে পারছো, স্কুল-কলেজে যেতে পারছো, মন্ত্রী-আমলাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছো। আমাদের সময় আমরা তা পেতাম না। পাকিস্তানি জান্তা বাহিনী আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিলো, চাকরি দিতো না। আমাদের সাথে বাংলায় কথা বলতো না। তাই আমরা লড়াই করে ভাষা আর স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি। সরকার তোমাদের সুযোগ সুবিধা দিচ্ছে। তোমাদের সুশিক্ষা অর্জন করতে হবে। দেশে সুশিক্ষিত মানুষের খুবই দরকার। তোমাদের পড়তে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা মানে সত্য, শিক্ষা মানে পরিশ্রম, শিক্ষা মানে সাধারণ মানুষের জন্য কাজ করা। সবাইকে সম্মান করতে হবে। সব ধর্মের মানুষকে সম্মান দিতে হবে। ব্যবসায়ী, কৃষক-মজুরকে সম্মান করতে হবে।
অভিভাকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের প্রতি নজর রাখতে হবে। তাদেরকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে পারিবারিকভাবে সুশিক্ষা দিতে হবে। কোনো অবস্থাতেই তাদেরকে বখে যেতে দেওয়া যাবে না। সরকার তাদের লেখাপড়ার জন্য অনেক করছে, তারা লেখাপড়া শিখতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল কবির। বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসানের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ্ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সুনামগঞ্জ এলজিইডির প্রকৌশলী মাহবুবুল আলম, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরীফি, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম ও পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাই।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।