বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন
মোসাফফাহ বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস অনুষ্ঠানে বক্তারা
জাহাঙ্গীর কবীর বাপপি জাহাঙ্গীর কবীর বাপপি
সাংবাদিক, আবুধাবী
আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফাহ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বাষির্কী স্মারক আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আজিম সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি ইফতেখার হোসেন বাবুল। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সাধারন সম্পাদক নাছির উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর জ্যেষ্ঠ সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবীর সভাপতি রফিকুল ইসলাম , বঙ্গবন্ধু পরিষদ স্মৃতি সংসদ আবুধাবীর সভাপতি সৈয়দ লুৎফুর রহমান,আবুধাবি আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাহবুব খন্দকার ,বঙ্গবন্ধু পরিষদ মোসাফফাহর সাবেক সভাপতি নুর মোহাম্মদ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম কাদের ইফতি ,সেলিম আনছারী ,মোর্শেদুল আলম ,শহিদুল ইসলাম ,মোহাম্মদ মামুন ,জহিরুল ইসলাম ,মোজাম্মেল ভুইয়া,মোহাম্মদ ইউসুফপ্রমুখ। এতে প্রধান অতিথি তার বক্তব্যে ১৫ অগাস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে এগিয়ে নেয়ার জন্য আগামী নির্বাচনে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।