আল আইন আওয়ামী পরিবারের আলোচনা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩ 274 views
শেয়ার করুন

 

বঙ্গবন্ধুর পরিবারের কাছে বাঙালি জাতির আজন্ম ঋণ রয়েছে। জীবন দিয়ে জাতির পিতাসহ যারা ৭৫ সালে নিহত হয়েছেন তাঁদের অপূর্ণ স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে মেখ হাসিনাকে বারবার নির্বাচিত করতে হবে। সংযুক্ত আরব আমিরাতে আল আইন আওয়ামী পরিবার আয়োজিত জাতীয় শোক দিবস ও ১৫ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনায় এসব বলেছেন বক্তারা।

বুধবার আল আইনের কেলিকাট হোটেলের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আল আইনে বসবাসরত আওয়ামী পরিবারের উদ্যোগে।

আল আইন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও আল আইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমদ তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল আইন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরজা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা বাবুল খাঁন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জীবন কিবরিয়া হারুন, আজমানের বিশিষ্ট কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার রহমত আলী, আল আইন আওয়ামী লীগের উপদেষ্টা বাতির মিয়া, জাবেল আলী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল মিয়া, আল আইন আওয়ামী লীগের উপদেষ্টা কমর উদ্দিন,জবেল আলী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, আল আইন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম দোলন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া,অর্থ সম্পাদক রেজা আহমদ আক্তার ও কমিউনিটি নেতা কবির মিয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য, আল আইন আওয়ামী লীগের অন্যতম সদস্য জাকির হোসেন।

বক্তব্য রাখেন জবেল আলী আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রানা আহমদ, আল আইন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক ফয়সাল আহমদ।

উপস্থিত ছিলেন আল আইন আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক মিছবা মিয়া, সহ সমাজকল্যাণ সম্পাদক কবির আহমদ, সহ ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাজু মিয়া, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান,সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট কমিউনিটি নেতা মুজিব আদর্শের সৈনিক রাসেল সিদ্দিকী, মিলন সিদ্দিকী, আল আইন আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইকবাল আহমদ, আব্দুর রব, জসিম উদ্দিন, সেলিম আহমদ, রজব আলী, খলিল মিয়া, শাহজাহান, জামাল উদ্দিন, হেলাল মিয়া, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, মোঃ আলী মিয়া,জিল্লুর রহমান, বিশিষ্ট কমিউনিটি নেতা ফয়েজ আহমদ, জুয়েল মিয়া প্রমুখ।